সৌরভের খোঁজ নিলেন গ্রেগ, দ্রুত আরোগ্য কামনা

0
1

কেমন আছেন মহারাজ? তাই নিয়ে উৎকণ্ঠায় গোটা দেশ। এরই মাঝে সৌরভের খোঁজ নিলেন গ্রেগ চ্যাপেল। ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ’ শুভেচ্ছাবার্তা দিলেন গ্রেগ চ্যাপেল। গত ১৫ বছর কথা নেই দুজনের।
বিশ্ব ক্রিকেটে একসময় সবথেকে বড় ঝড় তুলেছিল ক্যাপ্টেন সৌরভ ও কোচ চ্যাপেলের সংঘাত। তাঁদের মত পার্থক্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসেও অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
গ্রেগের মা-ও যে সময় কর্কটরোগে ভুলছিলেন, তখন পাশে দাঁড়ান সৌরভ। সেই সময়ের কথা ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের কোচ। তিনিও বর্তমানে মহারাজের অসুস্থতায় বিশেষ উদ্বেগে।গ্রেগ চ্যাপেল সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেন।