কলকাতা পুরসভা এলাকায় এখনও রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার৷ পুরসভার শীর্ষকর্তারা জল জমা থেকে পরিবেশ দূষণের জন্য প্লাস্টিককে দায়ী করলেও , তা আজও বন্ধ করা সম্ভব হয়নি।
আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি, তার মধ্যে প্লাস্টিকের মতো বহুমুখী জিনিস খুব কমই আছে। আমাদের চারপাশে এখানে-সেখানে ছড়িয়ে আছে প্লাস্টিক। আর এই ব্যপকভাবে বেড়ে যাওয়া প্লাস্টিকের অর্থই হল পরিবেশের ক্ষতি। অর্থাৎ এই পরিস্থিতিতে আমাদের আরও বেশ পরিমাণে প্লাস্টিকের নিষ্পত্তি করতে হবে।
একদল প্লাস্টিক যোদ্ধা প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন সমাজে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে তার বদলে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসার জন্য। সেই সঙ্গে চলছে পরিবেশ বদলের ছোট্ট প্রয়াসও। এমনই এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিয়ালদহ মেনস বেঞ্চ’,(sealdah mens bebch) রবিবার কলকাতা ময়দান এলাকায় প্লাস্টিক সংগ্রহেরকাজ শুরু করল। তাদের এই কর্মসূচিতে অংশ নিল ছোটো ছোটো পড়ুয়ারাও। সংগঠনের অন্যতম উদ্যোক্তা স্বরূপ দে রায় বলেন, প্লাস্টিক আজ আমাদের জীবনে বড় সমস্যা । তবুও আমরা
অধিকাংশই এই বিষয়ে ওয়াকিবহাল নই। সেই সচেতনতা বাড়াতে এবং কলকাতার সবুজ ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ । ছোটরা যা পারে, আমরা বড়রা কেন তা পারবো না। এই বার্তা পৌঁছিয়ে দিতেই ছোটদের এই কর্মসূচিতে অংশীদার করা হয়েছে । অন্যান্য জায়গার সঙ্গে কলকাতাকে মেলালে চলবে না৷ আমরা সচেতনতা অভিযান করছি৷ শহরকে প্লাস্টিক -মুক্ত করতে সময় লাগবে৷ ’
সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রত্যেক রবিবার তারা এই কর্মসূচিতে অংশ নেবেন । কলকাতার বিভিন্ন বাজার ও বাস স্ট্যান্ডে এই কর্মসূচি চলবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.