সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হবেন, এই কামনায় মহাযজ্ঞ শিলিগুড়িতে

0
2

দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) দ্রুত সুস্থতার কামনায় শিলিগুড়িতে(Siliguri) মহাযজ্ঞ হল। সৌজন্যে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশন। রবিবার শিলিগুড়ি শহরে ওই যজ্ঞের আয়োজন করা হয়। রীতি মেনে পুরোহিত মন্ত্রোচ্চারণ করে দীর্ঘ সময়ে ধরে যজ্ঞ করেছেন। সেখানে পুরোহিতের সঙ্গে ক্রিকেট লাভার্স সংগঠনের(cricket lovers association) সদস্যরা সৌরভের জন্য প্রার্থনা করেছেন।

গত শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে স্টেন্ট বসানোর পরে তিনি অনেকটাই স্থিতিশীল বলে বেসরকারি হাসপাতাল সূত্রের দাবি। সেই খবর পাওয়ার পরেই শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা আসরে নেমে পড়েন। কারণ, শিলিগুড়ির সঙ্গে সৌরভের সম্পর্ক অনেক দিনের পুরানো। ক্রিকেট লাভার্স সংগঠনের পক্ষে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট তারকা নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে স্বমহিমায় ফিরবেন।

আরও পড়ুন:দার্জিলিঙে রাজপাট ফের নেব, ঘোষণা বিমল গুরুংয়ের

উল্লেখ্য, শিলিগুড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায় নানা সমাজসেবা মূলক কাজে একাধিকবার অংশ নিয়েছেন। শিলিগুড়িতে দুরারোগ্য রোগে আক্রান্ত বিদুরমী চক্রবর্তীর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের ব্যবস্থাও সৌরভ করে দিয়েছিলেন। তিনি সে সময়ে শচীন তেণ্ডুলেকর সহ প্রথম সারির ক্রিকেট তারকাদের শিলিগুড়িতে এনে তাঁদের সই করা ব্যাট নিলাম করে বিদুরীণের চিকিৎসার ব্যবস্থা করান।

Advt