সৈয়দ মুস্তাক আলি (syed mushtaq ali trophy) দলে সুযোগ পেলেন সচিন (sachin tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (arjun tendulkar)। প্রথম ২০ তে সুযোগ না পেলেও ২২ জনের দলে সুযোগ পান তিনি। প্রথমবার রাজ্য দলে সুযোগ পান বাঁ-হাতি এই পেসার।

কয়েকদিন আগেই মুস্তাক আলির জন্য ২০ জনের দল প্রকাশ করে মুম্বই ক্রিকেট সংস্থা। কিন্তু সেই সময় দলে জায়গা হয়নি অর্জুনের। তবে জৈব সুরক্ষা বলয়ের নতুন নিয়ম অনুযায়ী দলে আসেন অর্জুন তেন্ডুলকার। জৈব সুরক্ষা বলয়ের নতুন নিয়ম অনুযায়ী ২২ জন ক্রিকেটারকে দলে রাখা যেতে পারে। সেই কারণে অর্জুনকে দলে রেখে নতুন তালিকা প্রকাশ করে মুম্বই ক্রিকেট সংস্থা। অর্জুনের সঙ্গে দলে আসেন আরেক নতুন পেসার কৃতিক হানাগবড়িকে।
মুম্বই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ১০ জানুয়ারি মুস্তাক আলি টি-২০ তে আমেহদাবাদের সঙ্গে প্রথম ম্যাচ মুম্বইয়ের।
আরও পড়ুন:আমারও হার্ট অ্যাটাক? জ্ঞান ফেরার পর বিস্ময় প্রকাশ করেছিলেন সৌরভ




































































































































