দ্রুত সুস্থতার পথে মহারাজ, এখনই বাইপাস সার্জারি নয়, জানাল মেডিক্যাল টিম

0
2

অ‍্যাঞ্জিওপ্লাস্টি ( angioplasty) পর সুস্থতার পথে বিসিসিআই ( bcci) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়(sourav ganguly) । রবিবার মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয় হাসপাতলের পক্ষ থেকে। মহারাজের হ‍্যার্টে দেখা দিয়েছে তিনটি ব্লকেজ। তার মধ‍্যে গতকালই একটি স্টেন্ট বসানো হয়। বাকি দুটি ব্লকেজে স্টেন্ট বসাতে হবে বলে জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। তবে সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। তবে এখনই বাইপাস সার্জারি নয় বলে জানান তারা। ৮ সদস্যে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।

এদিন সকালে ইসিজি করা হয়। সেই রিপোর্ট ভাল বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ। রক্তচাপ এবং প্লাস রেট নর্মাল। রাতে ভাল ঘুম হয়েছে বলে জানান তারা।

আরও পড়ুন:তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু ভারতীয় দলের

Advt