পুকুর ভরাট রুখতে উদ্যোগী স্বয়ং চুঁচুড়ার বিধায়ক

0
2

এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাট চাক্ষুষ করতে ঘটনাস্থলে হাজির চুঁচুড়ার বিধায়ক (Mla) অসিত মজুমদার (Ashit Mazumder)। শনিবার, চুঁচুড়া থানার (Chinsura) অন্তর্গত দেবানন্দপুরের চন্দনপুর এলাকায় একটি বিশাল জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক। তিনি নিজেই ডেকে নেন ব্যান্ডেল (Bandel) ফাঁড়ির আধিকারিককে। সেই জলাশয়ের সামান্য কিছু অংশে জল দেখা গেলেও বাকি অংশ মাটি দিয়ে ভরাট হয়ে গিয়েছে। তড়িঘড়ি তিনি বিষয়টি খতিয়ে দেখে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিধায়ক জানান, যারা পুকুর ভরাট করছে তাঁরা বেশিরভাগই সমাজবিরোধী। তাই স্থানীয়রা প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। “আমি এলাকাবাসীদের কাছে আমার ফোন নম্বর দিয়ে দিলাম। এবার থেকে যদি কোন অন্যায় হয় তাহলে যেন তাঁরা আমাকে ফোনে জানান। আমি ব্যাবস্থা নেব”।

পুকুর ভরাটের বিরুদ্ধে বিধায়কের একের পর এক পদক্ষেপে খুশি চুঁচুড়া বিধানসভা এলাকার বহু মানুষ থেকে দলীয় কর্মীরাও।

আরও পড়ুন-এই প্রথম দিলীপ- শুভেন্দুর যৌথসভা রবিবার ঝাড়গ্রামে

Advt