দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল

0
1

বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল। কয়েকজন শ্রমিক ঢালাই মেশিন নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর ও সুভাষগ্রাম রেল স্টেশনের মাঝে ঢালাই মেশিনটিকে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনে ট্রেন চলাচল।

বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক ঢালাই মেশিন নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় ডাউন লক্ষ্মীকান্তপুর ট্রেনটি সুভাষগ্রাম ও সোনারপুরের স্টেশনের মাঝে পৌঁছয়। শ্রমিকরা ট্রেনটি দেখতে পেয়ে লাফিয়ে নেমে পড়েন। যদিও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ও জিআরপি।

দ্রুতগতিতে আসা ট্রেনটি ঢালাই মেশিনে ধাক্কা মারলে কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে ঢালাই মেশিনটি। যার জেরে প্রায় আধ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

আরও পড়ুন-দলবদলু বিজেপি নেত্রীর টুইটার অ্যাকাউন্টে ‘বিস্ময়কর’ কভার পিকচার

Advt