উদয়ন গুহের(Udayan Guha) ছবির সাথে অশালীন ছবি জুড়ে দিয়ে ফেক ফেসবুক আইডি(Fake ID) থেকে লক্ষাধিক টাকার দাবি করার অভিযোগ উঠল৷ এই ঘটনায় দিনহাটা(Dinhata) থানাতে অভিযোগ দায়ের করেন বিধায়ক(MLA) উদয়ন গুহ। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
আরও পড়ুন:আরও ২ কোম্পানি সিআরপিএফ আসছে দাবি সায়ন্তনের, গুরুত্বহীন বলল তৃণমূল
দিনহাটার তৃণমূল কংগ্রেস(TMC) বিধায়ক উদয়ন গুহ বলেন, যারা এধরনের চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে হবে। পুলিশ সুত্রের খবর একটি চক্র রাজ্যের বাইরে থেকে এধরনের কুকর্ম করছে৷ ফেসবুক ও হোয়াটস আপে ভিডিও কল করে সেই ছবি স্কিনশট নিয়ে রেখে পরে পর্ন ছবির সাথে সেই ছবি জুড়ে দিয়ে পরে ব্ল্যাক মেইল করা হচ্ছে। উদয়ন গুহ বলেন, তিনি নিজের বিধায়ক পরিচয় দিলেও তাতেও কোনো আমল দেওয়া হয়নি । বরং বলা হয়েছে তাকে নিয়ে সুপার ইমপোজ করা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে সম্মান নষ্ট করা হবে। সোশাল মিডিয়াতে ফেক আইডি থেকে এসব হুমকি দিয়ে লক্ষাধিক টাকার দাবিও করা হয় বলে অভিযোগ। দিনহাটা থানাতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক উদয়ন গুহ।