দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও আজ শনিবার শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। বিধাননগর পুরসভার অধীন দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টার ফোর এবং আমডাঙা গ্রামীণ হাসপাতালে চলছে এই টিকাকরণ প্রক্রিয়ার মহড়া।
প্রত্যেক জায়গাতেই ২৫ জন স্বাস্থ্যকর্মী অংশ নিচ্ছেন এই ড্রাই রানে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে ড্রাই রান। এরপর পর্যবেক্ষণে রাখা হবে অংশ নেওয়া স্বাস্থ্য কর্মীদের।

































































































































