অসুস্থ ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ ( sourav ganguly) গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে উডল্যান্ডসে ভর্তি তিনি। মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

শুক্রবার রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুকে এবং পিঠে ব্যাথা বোধ করেন তিনি। সকালে উঠে জিম করতে জান সৌরভ। তখন বুকে ব্যথা শুরু হয় তাঁর। তখনই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলার মহারাজকে। কিছু শারীরিক পরীক্ষা করানো হয় তাঁর। তবে এখন স্থিতিশীল বলে জানানো হয় হাসপাতাল তরফ থেকে।
আরও পড়ুন:এবার কলকাতা ময়দান নিয়ে সরব হলেন বাবুল সুপ্রিয়




































































































































