একাধিক নয়া ফিচার নিয়ে হাজির IRCTC‌’‌র ওয়েবসাইট ও অ্যাপ

0
1

ট্রেনের টিকিট কাটার জন্য বহু মানুষেরই ভরসা IRCTC‌’‌র ওয়েবসাইট এবং অ্যাপ। এবার পরিবর্তন এল IRCTC‌’‌র ওয়েবসাইট এবং অ্যাপে। সামনে এল ওয়েবসাইটের নতুন সংস্করণ। যাতে টিকিট বুকিং আরও দ্রুত এবং সহজ। যাত্রীরা পাবেন একাধিক সুবিধা। এমনটাই দাবি করেছে রেল।

এই নতুন ওয়েবসাইটের সঙ্গে আগের ওয়েবসাইটের অনেকাংশেই মিল রয়েছে। কিন্তু এই নতুন ওয়েবসাইটে যুক্ত হয়েছে একাধিক ফিচারস। যেমন, টিকিট বুকিংয়ের সময় গন্তব্য ঠিক করার অপশন, কোন ট্রেনগুলি সরাসরি সেখানে যায়, কোন ক্লাসে কতগুলো আসন বাকি, তার কত টাকা ভাড়া, এই সমস্ত নতুন ফিচার। এছাড়াও চলতি ট্রেনে খাবার, রিটায়ারিং রুম, হোটেল বুক করার অপশন রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশ্যই, ব্যস্ত সময়ে ওয়েবসাইট বা অ্যাপের কাজ করার ক্ষমতা বৃদ্ধি। আগে এক মিনিটে ৭৫০০ টিকিট বুক করা যেত। এখন এক মিনিটে ১০ হাজার টিকিট বুক করা যাবে।

এছাড়া টিকিটের টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও একাধিক বিকল্পের ব্যবস্থা করা হয়েছে। যুক্ত হয়েছে আরও বেশি অপশন। এছাড়াও নতুন ওয়েবসাইটে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI‌। AI-র সাহায্যে একজন যাত্রী জানতে পারবেন স্টেশনে প্রবেশ করার সময় কোন দিক থেকে ঢুকলে সুবিধা পাওয়া যাবে। তাছাড়া কোথাও ঘুরতে গেলেও সাহায্য করবে AI।

আরও পড়ুন-ট্রেনের সুরক্ষা বিধির আপডেট নিয়ে চালু ত্রৈমাসিক পত্রিকা ‘অনুভব’

Advt