নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য হাবাসের

0
2

রবিবার আইএসএলে (isl) খেলতে নামছে এটিকে মোহনবাগান ( Atk Mohun bagan)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড(northeast united fc) । শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির ( chennaiyin fc) বিরুদ্ধে ড্র করেছিল বাগান শিবির। তবে নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্টকেই পাখির চোখ বাগান কোচ হাবাসের (habas)।

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ড্র করে ছিল বাগান ব্রিগেড। চেন্নাইয়ানের বিরুদ্ধে দাড়াতেই পারেনি রয় কৃষ্ণারা। শেষ ম‍্যাচের ভুল নর্থইস্ট ম‍্যাচে যাতে না হয়, সেদিকে লক্ষ‍্য বাগানের হ‍্যেডস‍্যারের। ম‍্যাচের আগের দিন অনুশীলনে ডিফেন্স জোর দেন হাবাস।

ডেভিড উইলিয়ামস গোলে ফিরলেও, গোলের মুখে নেই রয় কৃষ্ণা। যা কিছুটা চিন্তায় রাখছে বাগান কোচকে। তবে খুব শিগগিরি বাগানের স্ট্রাইকার গোলে ফিরবে বলে মনে করছেন হাবাস।

আরও পড়ুন:ওড়িশার বিরুদ্ধে জয় চাইছেন ফাউলার

Advt