শনিবার সকালে পুরসভা(Municipality) এলাকায় বসবাসকারী প্রায় ৯১ টি পরিবারের হাতে ইংরেজবাজার(English bazar) পুরসভার উদ্যোগে তুলে দেওয়া হলো পাট্টা। পাশাপাশি এদিন মালঞ্চপল্লী থেকে ঘোড়াপীর প্রর্যন্ত প্রায় দুই কিলোমিটার ম্যাস্টিক রাস্তার কাজের সূচনা হল।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তার জন্য বরাদ্দ প্রায় দুই কোটি টাকা। নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ(Nihar Ranjan Ghosh)। এ ছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরী সহ অন্যান্যরা।
আরও পড়ুন:কারখানা না হওয়ার জন্য তৃণমূলকে দুষে সিঙ্গুরে শিল্প-প্রতিশ্রুতি মুকুল, লকেটের
এলাকার বাসিন্দারা জানান, তাঁরা বহুদিন ধরে ম্যাস্টিক রাস্তার দাবিতে সরব ছিলেন। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হওয়ায় বাসিন্দারা খুশি। তবে বর্ষার আগেই ওই কাজ যাতে শেষ হয় সে জন্য পুরসভাকে অনুরোধ করেছেন বাসিন্দারা।

































































































































