ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন অমিত শাহর, সৌরভের চিকিৎসায় সাহায্যের আশ্বাস

0
1

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই স্ত্রী ডোনা’কে ফোন করে খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)৷ দিনকয়েক আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছিল সৌরভ ও অমিত শাহকে।

নির্ভরযোগ্য সূত্রের খবর, এদিন ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে সৌরভের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। প্রয়োজন দেখা দিলে মহারাজকে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সৌরভের শারীরিক অবস্থার সমস্ত খবর অমিত শাহের দফতরকে নিয়মিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বকে।

ওদিকে বিজেপি সূত্রে খবর, এদিন সৌরভের অসুস্থতার খবর পেয়েই প্রথমে কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নেন শাহ। এর পর বিজয়বর্গীয়র মাধ্যমেই তিনি ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। সৌরভের খোঁজ নেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডোনা।

আরও পড়ুন:আপাতত স্থিতিশীল সৌরভ: হার্টে ৩টি ব্লকেজ, বসানো হয়েছে স্টেন্ট

Advt