সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( sourav ganguly) ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর। আপাতত স্থিতিশীল বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President )। তবে তাঁর হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা। ফলে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। সোম অথবা মঙ্গলবার ফের দুটি স্টেন্ট বসানো হতে পারে। বাইপাস করা হবে কি না সে বিষয়ে অবশ্য এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাঁকে আইসিইউ বেডে দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পর বেশ কয়েকবার বমি করেন তিনি। তাঁর মাথা ঘুরছিল।
মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট ধরে নিয়েই শুরু হয় চিকিৎসা।
তারপর ক্যাথল্যাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টিও হয় সৌরভের।
আরও পড়ুন:সৌরভের সুস্থতার জন্য প্রার্থনা বিরাট, বীরু, ঋদ্ধিমানদের




































































































































