চোটের কারনে ছিটকে গেলেন উমেশ যাদব

0
1

চোটের কারনে টেস্ট ম‍্যাচ থেকে ছিটকে গেলেন উমেশ যাদব ( umesh yadav) । তৃতীয় এবং চতুর্থ টেস্ট ( 3rd and 4th test) ম‍্যাচে পাওয়া যাবে না ভারতের ( india) এই পেসারকে।

 

বক্সিং টেস্ট ( boxing day test) ম‍্যাচে তৃতীয় দিন চোট পান উমেশ। তাঁর চোটের স্ক‍্যান করানো হয়। বুধবার সেই রিপোর্ট হাতে পায় ভারতীয় দল। সেখানে দেখা যায় এখনও চোট রয়েছে উমেশ যাদবের। উমেশ যাদবের জায়গা দলে আসতে পারেন নবদীপ সাইনি বা টি নটরাজন।

এর আগে চোটের কারনে ছিটকে গেছেন মহম্মদ শামি । তাঁর জায়গায় দলে এসেছেন মহম্মদ সিরাজ। এবার দেখার উমেশ যাদবের জায়গায় কে আসেন ভারতীয় দলে।

বক্সিং ডে টেস্টে অজিঙ্কে রাহানের নেতৃত্বে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এখন দেখার উমেশ যাদবকে ছাড়া তৃতীয় টেস্টে জয় ধরে রাখতে পারে কি না অজিঙ্কে রাহানের দল।

আরও পড়ুন:পিছিয়ে দেওয়া হল মহিলাদের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ