অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা

0
1

তৃতীয় টেস্টের ( 3rd test) জন‍্য অনুশীলন শুরু করলেন রোহিত শর্মা (Rohit sharma)। এদিন ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোরের ( vikram rathore) তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পড়লেন হিট ম‍্যান।

১৪ দিনের কোয়ারেন্টাইন ( Quarantine) পর্ব কাটিয়ে বুধবারই দলের সঙ্গে যোগ দেন রোহিত শর্মা। দলের বাকিরা দু দিনের বিশ্রামে রয়েছে। এদিন একাই অনুশীলন নেমে পড়লেন রোহিত। টিম ম‍্যানেজমেন্ট রোহিতের অনুশীলনের ছবি পোস্ট করে।

চোটের কারনে টি-২০ এবং একদিনের সিরিজে ছিলেন না রোহিত শর্মা। প্রথম এবং দ্বিতীয় টেস্টেও ছিলেন না তিনি। কিন্তু ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছেন রোহিত।

আরও পড়ুন:চোটের কারনে ছিটকে গেলেন উমেশ যাদব