বছরের শেষ দিনে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ শে জানুয়ারি বেলা একটায় শুরু হবে এই পরীক্ষা । মোট আড়াই ঘন্টা সময় পাবেন পরীক্ষার্থীরা । সেই সময়সীমার মধ্যে ১৫০ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তাদের। ৩১ জানুয়ারি টেট হবে অফলাইনে। অর্থাৎ আগের মতোই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।
যদিও মহামারি পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ।
সম্প্রতি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এদফায় ১৬ হাজার ৫০০ পদে নিয়োগ হবে। ১০-১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। তারপর যত দ্রুত সম্ভব নিয়োগ হবে।
জানা গিয়েছে, ৩১ জানুয়ারি আড়াই লক্ষ আবেদনকারী অফলাইনে পরীক্ষা দেবেন।


































































































































