রাজধানীতে নাইট কার্ফু, বর্ষবরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

0
1

যখন মনে করা হচ্ছিল ডিসেম্বরের পুরোনো বছরের সঙ্গেই বিদায় নেবে করোনা (Carona), ঠিক তখনই উদ্বেগ বাড়িয়ে নতুন করে করোনা আতঙ্ক ছড়াচ্ছে দেশে। মিলেছে নয়া করোনা স্টেনের খোঁজও। তার জেরেই এবার রাজধানী দিল্লিতে (Delhi) বন্ধ হতে চলেছে বর্ষবরণ উদযাপন।

নাইট কার্ফু (Night curfew) জারি করা হল রাজধানীতে। আজ, ৩১ ডিসেম্বর রাত ১১ টা থেকে আগামিকাল পয়লা জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত থাকবে এই কার্ফু বিধি। একইভাবে আগামিকাল অর্থাৎ বছরের প্রথমদিনটিতেও রাতে এই কার্ফু থাকছে। যা চলবে ২জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত। সেই কারণে নয়াদিল্লিতে এবার আর কোনওরকম বর্ষবরণ অনুষ্ঠান করা যাবে না। এই সময়ে করা যাবে না কোনও জমায়েতও। একজায়গায় একসঙ্গে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা বলে বলে প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।