ফের শিরোনামে নন্দীগ্রাম (Nandigram)। আজ, বৃহস্পতিবার নন্দীগ্রামের ভুতারমোড়ে পথ অবরোধ করলো তৃণমূল (TMC)। গত, মঙ্গলবার ভুতারমোড় এলাকায় বিজেপি’র (BJP) কর্মীবোঝাই বাসে হামলা চালানো হয় বলে বিজেপি’র অভিযোগ। সেই ঘটনায় পুলিশ তল্লাশির নামে শাসক দলের কর্মীদের বাড়ি ভাঙচুর ও লোকজনকে মারধর করেছে বলে পাল্টা অভিযোগ জানায় তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে আজ ভুতারমোড়ে অবরোধ চলছে। গ্রেফতারও করা হয় কয়েকজনকে।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অরাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। গতকাল, বুধবার হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকেই তিনি নিশানা করলেন শাসকদলকে।
আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ দুই ভাইয়ের বাড়িতে সিবিআই হানা
এই হামলা প্রসঙ্গে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। বলেন, “প্রত্যেকের নিজের ইচ্ছে মতো রাজনীতি ও ধর্ম পালন করার অধিকার রয়েছে। ধর্মীয়ে অনুষ্ঠানে বাধা দেওয়া যায় না। এখানে প্রতিবাদের কোনও জায়গা নেই। ওদের ক্ষমতা হয়নি আমাকে বাধা দেওয়ার, তাই নিরীহ কর্মীদের উপর হামলা করেছে।”


































































































































