লকডাউন আর মহামারিতে যখন বিশ্ব অর্থনীতি ধুঁকছে, তখন শুধুমাত্র জল বিক্রি করেই তার সম্পত্তি ক্রমেই বেড়েছে। হ্যাঁ, অবাক হবেন না ।এই ধনী ব্যক্তির নাম চিনের ঝ্যাং শনশান । এশিয়ার সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানিকে হেলায় পেছনে ফেলে তিনি এখন এশিয়ার ধনীর তালিকায় সর্বোচ্চ শিখরে। ‘লোন উলফ’ বলে পরিচিত এই ব্যক্তি মাত্র ১২ বছর বয়সেই স্কুলের পাট চুকিয়ে দিয়েছেন। অর্থ রোজগারের নেশায় নানান কাজ করে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন জলের ব্যবসা করবেন। ১৯৯৬ সালে তিনি খুলে ফেলেন তার নতুন কোম্পানি। আর নাম দেন ‘নংফু স্প্রিং’।
তার কোম্পানির চতুর্দিকে ছোট ছোট কয়েক হাজার দ্বীপ আর নদীর সমারোহ। তারই মাঝে তার এই কোম্পানি ক্রমেই ফুলে-ফেঁপে উঠেছে। শুধুমাত্র জল বিক্রি করেই থেমে থাকেনি তার কোম্পানি ।বেজিং এর ভ্যাকসিন নির্মাতা সংস্থা ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মাসির মালিকানাও এখন তার দখলে। বিশ্বের বাজারে তার কোম্পানির শেয়ার বেড়েছে ১৫৫ শতাংশ,যা সর্বকালীন রেকর্ড। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার ৬৭০ কোটি মার্কিন ডলার ।
এশিয়ার ধনীতম ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম স্থানে ।আর বিশ্বে তার স্থান ১১ নম্বরে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.