অর্মত্য সেনকে (Amartya Sen) ‘জমিচোর’ বলে আক্রমণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷

এবার ওই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের নাম না করে কড়া প্রতিবাদে মুখর হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ( Adhir Choudhury)৷ বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করে অর্মত্য সেনের পাশে দাঁড়িয়ে অধীরবাবু বলেছেন, “পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার জয় করে বাঙালিকে যিনি বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করলেন, গর্বিত করলেন, তাঁকে বাংলার মাটি থেকে ‘জমিচোর’ আখ্যা পেতে হচ্ছে!’ ওই পোস্টে অধীর চৌধুরি লিখেছেন, “অমর্ত্য যে কাগজগুলো আবর্জনায় ফেলে দেন সেগুলো ভালো করে পড়লে বা লিখলে একটা পিএইচডি ডিগ্রি পাওয়া যেতে পারে। বাংলার এক অলংকারকে অপমান করার পর কোন বাংলাকে সোনা দিয়ে মুড়ে ফেলবো?’’

উল্লেখ্য, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বুধবার প্রশ্ন তুলেছিলেন, ‘‘জমিচোরকে কি নোবেল দেওয়া হয়েছে?’’ দিলীপবাবু বলেছিলেন, ‘‘দেশ অমর্ত্য সেনকে অনেক কিছু দিয়েছে। কিন্তু উনি দেশকে কী দিয়েছেন, তা নিয়ে রিসার্চ করতে হবে।’’ এই প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষের নাম না করে অধীর চৌধুরি লিখেছেন, ‘অমর্ত্য সেনকে অসম্মান করার জন্য আমি শুধু নিন্দা করছি না, ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি”।
আরও পড়ুন:আস্থা ভোটের দাবি জানাল বাম-কংগ্রেস



































































































































