দেশ জুড়ে করোনার টিকার ড্রাই রানের সিদ্ধান্ত কেন্দ্রের

0
1

নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশের সব রাজ্যে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার সার্বিক মহড়া, জানাল কেন্দ্রীয় সরকার। এ নিয়ে বৃহস্পতিবারই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেই বৈঠকেই দেওয়া হয়েছে এই নির্দেশ।

প্রথম দফায় ড্রাই রান হয়েছিল  চার রাজ্যে। দ্বিতীয় দফা হবে ২ জানুয়ারি, শনিবার। প্রতিটি রাজ্যের নির্বাচিত কিছু এলাকায় এই সার্বিক মহড়া হতে চলেছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত ২৮ এবং ২৯ ডিসেম্বরব উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম— দেশের এই চার প্রান্তের চার রাজ্যে ড্রাই রান হয়। পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম ও গুজরাতে দু’দিনের টিকাকরণের মহড়া শেষ হয়েছে সদ্য।

এই প্রসঙ্গে কেন্দ্র জানিয়ে দিয়েছে, ৪টি রাজ্যে করোনার টিকাকরণের পরিকাঠামো স্বস্তিদায়ক। এর পরই দেশ জুড়ে ড্রাই রানের সিদ্ধান্ত কেন্দ্রের।