সম্ভবত তৃতীয় টেস্ট ( 3rd test) থেকে ছিটকে গেলেন উমেশ যাদব ( umesh yadav) । চোটের কারনে সিডনিতে অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে মাঠে বোল হাতে দেখা যাবে না তাকে। উমেশ যাদবের জায়গায় তৃতীয় টেস্টে দলে আসতে পারেন টি নটরাজ ( T natarajan)। তৃতীয় টেস্টে অভিষেক হতে পারে তাঁর।

সূত্রের খবর অনুযায়ী উমেশ যাদবের স্ক্যানের রিপোর্ট এসে গিয়েছে। এখনও একটু চোট আছে তাঁর। তাই তৃতীয় টেস্টে পাওয়া যাবে না উমেশ যাদবকে। সম্ভবত চতুর্থ টেস্ট ম্যাচে মাঠে নামতে পারেন উমেশ যাদব।
৭ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সেই ম্যাচে অভিষেক হতে চলেছে টি নটরাজের। এই মুহূর্তে দলের সঙ্গে নেট বোলার হিসাবে আছেন তিনি। চলতি বছরে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজে আগেই অভিষেক হয়ে গিয়েছে নটরাজের। এবার অপেক্ষা টেস্ট অভিষেকের।
আরও পড়ুন:কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন এসএসবি



































































































































