চলন্ত ট্রেন থেকে পড়ে আহত কলেজ ছাত্রী। ছাত্রীর নাম শ্বেতা সিং,(Sweta Singh) বাড়ি রিষড়ায় (Riseah)। হাওড়া (Howrah) কলেজের বিয়ে থার্ড ইয়ারের ছাত্রী শ্বেতা। আহতকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে (Shrirampur Walse Hospital)।

তাঁর সঙ্গে থাকা বান্ধবী জানান, শ্রীরামপুর যাওয়ার জন্য রিষড়া স্টেশন থেকে দু জনে হাওড়া-ব্যান্ডেল লোকালে ওঠেন। শ্রীরামপুর তিন নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকার সময় পা পিছলে পড়ে যান শ্বেতা।
আরও পড়ুন:স্ট্রেন আতঙ্ক, ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে সব আন্তর্জাতিক উড়ান বন্ধ
অভিযোগ, স্টেশনে (Station) দাঁড়িয়ে থাকা কোন যাত্রী সাহায্য না করে ভিড় জমায়। ভিড় দেখে এক টোটো চালক এগিয়ে আসেন। নিজের টোটো (Toto) করে হাসপাতালে নিয়ে যান আহত যাত্রীকে। ঘটনা খতিয়ে দেখছে শেওড়াফুলি জিআরপি Grp)।

































































































































