বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পদযাত্রার রাতেই নন্দীগ্রামে (Nandigram)তৃণমূলের (TMC) একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। তৃণমূলের পতাকা ছিড়ে ফেলে তারা। ভাঙচুর করে আসবাবপত্র। নেত্রীর ছবি খুলে দেয় বলে অভিযোগ। নন্দীগ্রামের মহম্মদপুর-১ এলাকার ঘটনা। তৃণমূল এই ঘটনার জন্য বিজেপির (BJP) দিকে আঙুল তুলেছে। বিজেপির পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কেউ যুক্ত নয়। বিজেপির বদনাম করতে তৃণমূলের লোকজন নিজেরাই এসব ঘটনা ঘটাচ্ছে।

প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর মঙ্গলবারই প্রথম নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রোড-শো এবং সভা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেই
সভায় আসার পথে স্থানীয় ভুতার মোড়ে হামলার শিকার হন বিজেপি কর্মীরা। তাঁদের তিনটি বাসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি কর্মীদের দাবি, এই হামলা তৃণমূলের লোকজন করিয়েছে। পাল্টা তৃণমূলও দাবি করে, আদি-নব্য বিজেপির কোন্দলে জেরবার জেলা। এ ঘটনা তারই ফল। এরপরই সভা থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব কাজ করেছে তাদের গ্রেফতার করতে হবে। না হলে ফল ভালো হবে না। এবং রাতে তিনি আবার নন্দীগ্রামে আসার কথা বলেন।
এরপরই রাতের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের দাবি, বিজেপির লোকজন হিংসা ছড়াতে তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন:করোনার নয়া স্ট্রেন, আরও বাড়ল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা স্থগিতের সময়সীমা



































































































































