২০২০। এই সালটিতে এক কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছে গোটা বিশ্বকে। আমূল পরিবর্তন এসেছে মানুষের জীবনে। স্বাভাবিক ছন্দ হারিয়েছে। জীবন যাপনের পাশাপাশি পরিবর্তন এসেছে খেলার জগতেও। করোনার কারণে পিছিয়ে গিয়েছে একের পর এক টুর্নামেন্ট। বছরের শেষে এসে একবার দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন এসেছে খেলার জগতে।

করোনার কারনণ মানুষ এই প্রথম দেখল গ্যালারিশূন্য। মাঠে ফুটবল এবং ক্রিকেট ম্যাচ। গোয়ায় দর্শকশূন্যে স্টেডিয়ামে আয়োজন করা হয় আইএসএল ফাইনাল। চ্যাম্পিয়ন হয় এটিকে।

কয়েক ম্যাচ বাকি থাকতেই বন্ধ করে দিতে হয় আইলিগ। লিগে পয়েন্টে এগিয়ে থাকায় আইলিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।

মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয় আইপিএল। এপ্রিলের বদলে দুবাইতে সেপ্টেম্বরে আয়োজন করা হয় এই লিগ। চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। বায়ো বাবলের মাধ্যমে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট।

শুধু আইপিএল নয়, এবারের আইএসএলও আয়োজিত হয়েছে গোয়ার মাটিতে। যেখানে ১১টি দল ওখানে থেকেই খেলছে দেশের এক নম্বর লিগ।
পিছিয়ে যায় আইলিগও। নভেম্বরের বদলে শুরু হতে চলেছে ২০২১ জানুয়ারি মাস থেকে।
করোনার কারণে পিছিয়েছে ঐতিহ্যবাহী উইম্বলডন টেনিস প্রতিযোগিতা।
মহামারির আবহে পিছিয়েছে একের পর এক টুর্নামেন্ট। পিছিয়ে যায় টোকিও অলিম্পিক। ২০২০ বদলে সেটি হবে ২০২১ সালে।
পিছিয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে তা বসতে চলেছে ২০২১ এ। কোভিডের কারণে পিছিয়ে যায় অনুর্ধ্ব ১৭ এবং ২০ মহিলা বিশ্বকাপও।
এত গেলো পিছিয়ে যাওয়ার কথা। তবে এরই মাঝে সাফল্যের চূড়ায় উঠেছেন অনেকেই। ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয় ওপেনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন নোভাক জকোভিচ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন সোফিয়া কেনিন।

মার্চ মাসে ভারতকে হারিয়ে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
আমেরিকা ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা বিভাগে খেতাব জেতেন নাওমি ওসাকা। পুরুষ বিভাগে খেতাব জয় করেন ডমিনিক থিয়েম।
ফরাসি ওপেন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ইগা সিয়ানটেক।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সুরেশ রায়না।

২০২০ সালে আইএসএল অংশ নেয় কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এটিকের সঙ্গে মার্জ হয়ে আইএসএল-এ অংশ নেয় মোহনবাগান। নতুন নাম এটিকে মোহনবাগান।

অন্যদিকে ইনভেস্টর শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএল খেলতে নামে লাল-হলুদ ব্রিগেড। নতুন নাম এসসি ইস্টবেঙ্গল।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন অশ্বিন
আরও পড়ুন:মোদি সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রেসিডেন্সি জেলে অনশনে ১৬ বন্দি



































































































































