পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের

0
3

খায়রুল আলম,  ঢাকা 

পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত।
যদিও বাংলাদেশের বাজারে এখন নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং দামও অনেক কম। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে।রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশে বলা হযেছে, আগামী ১ জানুয়ারি থেকে পেয়াঁজ রফতানির এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ কার্যকর হবে।

চলতি বছরে ১৪ সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়।সে সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান অমিত যাদব একটি নির্দেশিকা জারি করে জানান, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের ৩ ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। তবে পেঁয়াজের কুচি, পাউডার ও অন্য কোনও অবস্থায় পেঁয়াজ রফতানি অব্যাহত থাকবে।
ভারতের পেয়াঁজ রফতানি বন্ধ হওয়ায় বাংলাদেশে পেয়াঁজের দাম অনেক বেড়ে যাবে বলে মনে করা হলেও বর্তমানে পেঁয়াজের দাম দেশের বাজারে অনেক স্থিতিশীল এবং কম বলে জানা গিযেছে।