কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এবার সরাসরি ভোট বাক্সে। হরিয়ানা পুরসভা ভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি–জেজেপি জোট। বাজিমাত কংগ্রেসের।
গত রবিবার হরিয়ানার অম্বালা, পাঁচকুলা, সোনিপত, রেওয়ারির ধারুহেরা, রোহটাকের সাঁপলা এবং হিসারের উকলনায় পুররসভার নির্বাচন ছিল। আজ, বুধবার সকাল ছিল ভোট–গণনা। রেওয়ারির ধারুহেরা, হিসারের উকলনার ঘাঁটিতে ধরাশায়ী দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি। শেষ পাওয়া খবর, সোনিপতে প্রায় ১৪ হাজার ভোটে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে প্রথম মেয়র হতে যাচ্ছেন নিখিল মদন। অম্বালায় প্রায় ৮ হাজার ভোটে জয় পেয়েছেন হরিয়ানা জনচেতনা পার্টির শক্তিরাণি শর্মা। তবে পাঁচকুলায় এগিয়ে বিজেপি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে এখনও গণনা চলছে।

কংগ্রেসের দাবি, কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দু দিল্লির সিঙ্ঘু সীমানার কাছেই এই সোনিপত। বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই এই অবস্থা বিজেপির। কারণটা অব্যশই মোদি সরকারের কৃষক বিরোধী কালা কানুন।
আরও পড়ুন- রাজ্যের মুকুটে নয়া পালক, খুশির হওয়া হুগলিতে
































































































































