বহু আলোচিত সপ্তম দফার বৈঠক ব্যর্থ। বুধবার দিল্লির বিজ্ঞানভবনে কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠক ছিল। কিন্তু দীর্ঘ কয়েক ঘণ্টার আলাপ-আলোচনাতেও কোন সমাধান সূত্র মিলল না। কৃষকদের দাবি ছিল ৩ নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। তা এক কথায় নাকচ করে দিয়েছে কেন্দ্র সরকার। এর ফলে কৃষি বিল নিয়ে কী ফের আলোচনার অবকাশ রইল? বিশ্লেষকদের মতে কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্র সরকার এই মুহূর্তে হ্যাঁ বা না কোনো মন্তব্য করতে রাজি নয়। ফের হয়তো বৈঠক ডাকা হতে পারে।

বুধবার প্রায় ৫০ টি কৃষক সংগঠন কেন্দ্রের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিল। কৃষকদের দাবি ছিল যেভাবেই হোক সরকারকেই আইন প্রত্যাহার করতে হবে শুধু সংশোধনে তারা রাজি নন। কেন্দ্র সরকার মেনে নেয়নি।
অন্যদিকে আন্না হাজারে ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন যে কৃষক-কেন্দ্র বৈঠক ব্যর্থ হলে তিনি আমরণ অনশনে বসবেন । এরপর কি হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
আরো পড়ুন-স্ট্রেন আতঙ্ক, ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে সব আন্তর্জাতিক উড়ান বন্ধ



































































































































