বছর শেষে একটি শক্তিশালী ভূমিকম্পে(earthquake) কেঁপে উঠল ক্রোয়েশিয়া(croashia)। মঙ্গলবার রাজধানীর দক্ষিণ-পূর্বে একটি শহরে ঘরবাড়ি এবং অন্যান্য বিল্ডিংয় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার বলেছে যে তিন মাত্রার ভূমিকম্পটি জাগ্রেবের দক্ষিণ-পূর্বে ৮ kilometers কিলোমিটার (২৮ মাইল) এলাকায় প্রাথমিকভাবে অনুভূত হয় ।
ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ বাড়ির ছাদ ভেঙে গিয়েছে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ক্রোয়েশিয়ার জাগরেব ছিল ভূমিকম্পের উৎসস্থল। এতোটাই তীব্র ছিল সে ভুমিকম্প তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল ঘরগুলো। এক কিশোরীর মৃত্যু হয়েছে কম্পনে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে।ক্রোয়েশিয়ার পিট্রিনজা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পনে। মেয়র দারিনকো দুম্বোভিক জানিয়েছেন, হিরোশিমার মতো কাঁপছিল পুরো শহর। শহরটির প্রায় সব ধ্বংস হয়ে গিয়েছে।
আঞ্চলিক টিভি চ্যানেল এন-১ মঙ্গলবার শহরটি থেকে সরাসরি জানায় যে একটি ধসে পড়া ভবনের একটি গাড়ি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল। ফুটেজে দেখা গেছে, দমকলকর্মীরা গাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন। তার নীচে এক ব্যক্তি এবং একটি ছোট ছেলেকে অবশেষে গাড়ি থেকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.