টিআরপি(TRP) কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছে অর্ণব গোস্বামীর(Arnab Goswami) রিপাবলিক টিভি(Republic TV)। এই ঘটনার তদন্তে এবার বিস্ফোরক দাবি করে বসল মুম্বই পুলিশ(Mumbai police)। তাদের অভিযোগ অনৈতিকভাবে নিজের সংবাদমাধ্যমের রেটিং বাড়াতে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অর্ণব গোস্বামী। একবার নয় এই টাকা দেওয়া হয়েছিল একাধিকবার। সোমবার আদালতে এই মামলা সংক্রান্ত নথিপত্র জমা করেছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের তরফে সোমবার আদালতে যে রিমান্ড নোট দাখিল করা হয়েছে তাতে দাবি করা হয়েছে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে একাধিক চ্যানেলের টিআরপি হেরফের করেছেন BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্ত। অর্ণব গোস্বামী রিপাবলিকের হিন্দি ও ইংরেজি চ্যানেলের টিআরপি বাড়াতে ওই ব্যক্তিকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর টিআরপি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে BARC প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য হাতে পায় মুম্বই পুলিশ। এই পার্থ দাশগুপ্তই টিআরপি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড।
আরও পড়ুন:প্রতিবাদের ভাষাকে জোরালো করতে বোলপুরে এসেছি: মুখ্যমন্ত্রী
শুধু তাই নয় পুলিশের তরফে আরও জানানো হয়েছে অর্ণব গোস্বামী পার্থর পাশাপাশি BARC-এর প্রাক্তন COO রমিল রামঘরিয়াকেও মোটা অঙ্কের ঘুষ দিতেন। এই ঘুষের টাকায় কেনা একাধিক জিনিসপত্র তার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। ফলস্বরূপ এটা বলাই যায় পুলিশের দাবি যদি সঠিক হয় তাহলে অর্ণব গোস্বামী ফের একবার বড়সড় বিপদে পড়তে চলেছেন। উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকেই এই মামলা তদন্ত করছে মুম্বই পুলিশ। পাশাপাশি সংস্থার বিরুদ্ধে আনা অভিযোগ আসার পর পৃথকভাবে তদন্ত শুরু করেছে BARC-ও। রিপাবলিক টিভি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে এসেছে।