স্বাস্থ্যকর্মীরা পিপিই কিট ছাড়াই করছেন সোয়াব স্যাম্পল সংগ্রহ। করোনা মোকাবিলায় সচেতনতার অভাব স্বাস্থ্য কর্মীদের মধ্যেই। শুধু মাত্র মাস্ক ও ফেসশিল্ড পরেই চলল শহরের বাসিন্দাদের সোয়াব স্যাম্পল সংগ্রহ৷
কোচবিহার শহরের ব্যাস্ততম দাস ব্রাদার্স মোড়ে আজ এমন ঘটনা চোখে পড়ে। পিপিই কিট না পরেই স্বাস্থ্য দফতরের কর্মীরা ঝুকি নিয়ে করছেন সোয়াব সংগ্রহের কাজ। একদিনের ব্যাপার নয়। দিনের পর দিন এমনটাই করছেন তাঁরা।
এ বিষয়ে কোচবিহারের সদর মহকুমা শাসক সব্যসাচী রায় বলেন, পিপিই কিট পরে সোয়াব স্যাম্পল নেওয়ার নির্দেশ রয়েছে। কেন ওই স্বাস্থ্যকর্মীরা বিধি মানছেন না তিনি এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলবেন বলেও জানান। তবে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরাও শেষ পর্যন্ত স্বীকার করে নেন তাঁরা পিপিই কিট না পরে এভাবে খোলা বাজারের মাঝে দাড়িয়ে সোয়াব সংগ্রহ করে ঠিক করেননি।
আরও পড়ুন : ষাটোর্ধ্ব বৃদ্ধার ডিম্বাশয় থেকে বেরোল ১০ কেজির টিউমার


































































































































