ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) অ‍্যাডিলেডের বদলা, কোহলিকে ছাড়াই মেলবোর্নে ৮ উইকেটে রাহানেদের ঐতিহাসিক জয়।


২) আইসিসির দশক সেরা মহিলা একদিনের দলে বাংলার ঝুলন গোস্বামী।

৩) মুস্তাক আলি টি-২০ তে ফেরা হচ্ছে না যুবরাজ সিং এর। দ্বিতীয়বার ক‍্যামব‍্যাক করার জন‍্য বিসিসিআইকে একটি চিঠিও দেন তিনি।

৪) কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে বুধবারই দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা। সিডনি থেকে উড়ে মেলবোর্নে যোগ দেবেন তিনি।

৫) ইংলিশ প্রিমিয়ার লিগে বাতিল হয়ে গেল ম‍্যাঞ্চেস্টার সিটি এবং এভার্টন ম‍্যাচ। ম‍্যানসিটি দলে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত।

৬) আইএসএলে মঙ্গলবার খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য হাবাসের।

আরও পড়ুন:সিডনির বদলা, কোহলিকে ছাড়াই মেলবোর্নে রাহানেদের ঐতিহাসিক জয়