ব্যাঙ্কের অ্যাকাউন্টে ভূতুড়ে টাকা! তাজ্জব গ্রাহকরা

0
1

রিষড়া বন্ধন ব্যাঙ্কের শাখার গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকল বেহিসেবি টাকা। সেই নিয়ে চাঞ্চল্য বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) শাখায়।এদিন বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা (Customer) অভিযোগ করেন তাঁদের অ্যাকাউন্টে (Account) হঠাৎ করে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা করে ঢুকেছে। আবার সেই টাকা কেটেও নেওয়া হয় গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে। কিন্তু কোথা থেকে এই টাকা এল বা আবার কেনই বা কেটে নেওয়া হল তার কোনও সদুত্তর দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সোমবার, ব্যাঙ্কে গিয়ে এই বিষয়ে জানতে চাইলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন গ্রাহকরা। কিন্তু এই ‘ভূতুড়ে টাকা’ গ্রাহকদের অ্যাকাউন্টে কোথা থেকে এল তার সদুত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে গ্রাহকরা।

আরও পড়ুন-এবার সিঙ্গুরে পোস্টার ‘স্যারের অনুগামী’দের