মায়ের সঙ্গে শিশুকেও আদালতে পাঠালো পুলিশ, জামিন মঞ্জুর করলেন বিচারক

খায়রুল আলম, ঢাকা

0
3

টাঙ্গাইলের ভূঞাপুরে আসামি এক মায়ের সাথে দুই বছরের শিশুটিকেও আদালতে পাঠায় পুলিশ। পরে দুপুরে ভূঞাপুর আমলী আদালতের বিচারক আকরামুল ইসলাম ওই মায়ের জা‌মিন মঞ্জুর ক‌রেন।

শনিবার রাতে উপজেলার গাবসারা এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এসময় দুই বছরের কোলের শিশু সন্তান ও পাচঁ বছরে এক শিশুকে রাতেই থানা নিয়ে আসে। পরে রবিবার সকালে কোলের শিশুসহ তাকে আদালতে পাঠায় করে পুলিশ। এসময় ৫ বছরের শিশুকে তার এক চাচীর কাছে রাখা হয়। যদিও শনিবার রাত্রে ওই দুই বাচ্চাকে গরম জামা উপহার দেয় থানা কর্তৃপক্ষ।

থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, মামলায় ওই বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পরে ওই নারীকে গ্রেফতার করা হয়। পরে শিশুরা তার মায়ের সাথে আসতে চাইলে তাদেরকেও নিয়ে আসা হয়। এসময় তার কোলের এক শিশুকেও সাথে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে শিশু দুটি মামলার সাথে সম্পৃক্ত না হওয়ায় তাদের নাম জানা হয়নি।

এদিকে দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানোহলে জামিন মঞ্জুর হয়।

আরও পড়ুন- অশোক ভট্টাচার্যের স্ত্রীর হাতে রিপোর্ট কার্ড তুলে দিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার