সময়ের দাবি মেনেই ছাত্রদের আন্দোলন হয় : বিমান বসু

0
3

সময়ের দাবি মেনেই ছাত্রদের আন্দোলন হয়। এসএফআইয়ের (SFI)৫০(50 years) বছরের সমাপ্তি অনুষ্ঠানের উদযাপনে বললেন বিমান বসু(Biman bose)।

ররিবার ছিল এসএফআইয়ের ৫০ বছরের সমাপ্তি উদযাপন। এদিন সোনারপুর ও যাদবপুরে এসএফআইয়ের মিছিল বেরিয়েছে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানে বক্তব্য রাখেন বিমান বসু। তিনি বলেন লাল পতাকার নিশানাটা আলাদা। ৫০ বছর আগে যাত্রা শুরু করেছিল এসএফআই। সময়ের দাবি মেনেই ছাত্রদের আন্দোলন(student movement) হয়।

আরও পড়ুন:রাখঢাক না করে সরাসরি বিজেপির হয়ে ভোট চাইলেন রাজ্যপাল