চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ হাবাসের, লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড

0
1

মঙ্গলবার আইএসএলের ( ISL) অষ্টম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohun bagan)। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি( chennaiyin fc) । এই মুহুর্তে ৭ ম‍্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে হাবাসের( habas) দল। চেন্নাইয়ানের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে শীর্ষে উঠতে মরিয়া বাগান ব্রিগেড।

 

পরপর ম‍্যাচ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসী প্রবীর, প্রিতমরা। তবে আত্মতুষ্টিতে যেতে নারাজ তারা। কারণ শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসি ২-২ গোলে ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে। তাই মঙ্গলবার চেন্নাইয়ানকে হালকা ভাবে নিতে নারাজ বাগান শিবির।

শেষ ম‍্যাচে গোল পেয়েছিলেন ডেভিড উইলিয়ামস। যা স্বস্তি দিচ্ছে বাগান কোচ হাবাসকে। কারন রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস জুটি যে বিপক্ষ দলকে বিপদে ফেলতে পারে তা ভালই জানেন তিনি।

এদিকে মঙ্গলবারের ম‍্যাচ নিয়ে এখনই অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন এদু গার্সিয়া। রবিবার অনুশীলন শেষে তিনি বলেন, “চেন্নাইয়ানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী আমরা। তবে চেন্নাইয়ান ভালো দল। ম‍্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করতে হবে। চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য আমাদের। চেন্নাইয়ান এফসি ম‍্যাচ নিয়ে একই কথা বলতে শোনা গেল দলের আরেক ফুটবলার মনবীর সিংয়ের মুখেও।

মঙ্গলবারের প্রতিপক্ষকে নিয়ে আত্মবিশ্বাসী প্রবীর দাস। এদিন তিনি বলেন, “চেন্নাইয়ানের বিরুদ্ধে এগিয়ে রয়েছি আমরা। দলের খেলা অনেক উন্নতি করেছে। এই ম‍্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে ওঠাই লক্ষ্য আমাদের।”

আরও পড়ুন:রাহানের প্রশংসায় বিরাট