জমি বিতর্কে এবার মুখ খুললেন নোবেলজয়ী ( Nobel laureate) অর্থনীতিবিদ অমর্ত্য সেন(amartya sen)। বিশ্বভারতীতে(Shantiniketan) জমি ও বাড়ি নিয়ে বিতর্কে তিনি সরাসরি খুলে বললে সত্যিটা।

তিনি জানিয়েছেন, বাড়িটা বানানো হয়েছিল প্রায় ৮০ বছর আগে। তাঁর বাবা বাজারদরে জমি কিনে বাড়িটি করেছিলেন। কিন্তু ৫০ বছর পর হঠাৎ এই বাড়ি নিয়ে কেন বিতর্ক তা তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে এই প্রবীণ অর্থনীতিবিদ জানিয়েছেন কেন যে আমার পৈতৃক ভিটে নিয়ে হঠাৎ এতদিন পরে প্রশ্ন উঠল বুঝতে পারছিনা।
দিন কয়েক আগে একটি অংশ দাবি করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি জবরদখল করে রেখেছেন অনেকেই । সেই তালিকায় নাম রয়েছে অমর্ত্য সেনেরও। তা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনো লিখিত আকারে কোনো অভিযোগ সেন পরিবারের কাছে আসেনি বলে জানিয়েছেন অমর্ত্য বাবু।
তাঁর জমি বাড়ি নিয়ে অযথা বিতর্ক এবং চর্চা শুরু হওয়ায় যারপরনাই বিরক্ত প্রবীণ অর্থনীতিবিদ। চাঁচাছোলা ভাষায় তার আক্রমণ, ‘বিশ্বভারতীতে চিঠি দিয়ে আমাদের কিছু জানায়নি জারবারি তাকে কিছু না জানিয়ে অন্যত্র বলে বেড়ানো হচ্ছে।’
বাড়ির ব্যাপারে তিনি ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ভাবছেন বলে জানিয়েছেন অমর্ত্য বাবু আপাতত তার বাড়ি ও জমি লিজ নিয়ে কোনো আইনত গোলমাল নেই বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন:কোর্টে সুদীপ্তর বিস্ফোরক লিখিত বয়ান, প্রতিলিপি তুলে সরব কুণাল



































































































































