আয়ূষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) নিশানা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O Brien)। শনিবার টুইট করে তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদিজি, আপনি কিছু লোককে বিনা খরচে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। আর রাজ্যের ১০ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য বিমার আওতায় এনেছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। এই তালিকাটা দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন।’ তিনি একটি তালিকাও প্রকাশ করেন। যেখানে আয়ূষ্মান ভারত (Ayushman Bharat) ও স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) তুলনা টেনেছেন ডেরেক।
* স্বাস্থ্যসাথী প্রকল্প পশিচমবঙ্গে চালু হয় ২০১৬ সালে। আয়ূষ্মান ভারত প্রকল্প চালু হয় ২০১৮ সালে।
* স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য সরকার খরচ করে ১০০ শতাংশ। আয়ূষ্মান ভারত প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ, বাকি ৪০ শতাংশ খরচ দেয় রাজ্য সরকার।
* স্বাস্থ্যসাথী প্রকল্পে ৫ লাখ টাকার বিমা পাওয়া যায়। আয়ূষ্মান ভারত প্রকল্পেও মেলে ৫ লাখ টাকার বিমা।
* স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান রাজ্যের ১০০ শতাংশ মানুষ। আয়ূষ্মান ভারত পরিষেবা দেয় দেশের ৪০ শতাংশ মানুষকে।
* বাংলা চলতি বছরে ২০০০ কোটি টাকা খরচ করেছে। প্রত্যেক বছর ৯২৫ কোটি খরচ করে এই প্রকল্পের জন্য। কেন্দ্র ২০১৯-২০ তে ঠিক করেছে তহবিলের অর্ধেক ব্যয় করবে।
* পরিবারের মহিলা প্রধানের নামে কার্ড করা হয়েছে। আয়ূষ্মান ভারতে এমন কোনও অ্যারেঞ্জমেন্ট নেই।
Do you know @narendramodi ji, Swasthya Sathi is not at all linked to the Modi govt. You give free health to a few. Bengal provides free healthcare to all 10 crore people in the state. When you are not busy running down Bengal, here’s a revealing chart you might want to look at? pic.twitter.com/E6q0KEZMW6
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 26, 2020
আরও পড়ুন-গুরুংয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা, মদন-হত্যার পুনর্তদন্ত দাবি বিরোধী গোষ্ঠীর