দ্বাদশের পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

0
2

করোনা অতিমারিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ সহ সমস্ত ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। গোটা দেশজুড়ে পড়াশোনার প্রবল ক্ষতি হয়েছে পড়ুয়াদের। তবে পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। বাড়ছে সুস্থতার হারও। রাজ্যে ইতিমধ্যেই ঘোষিত হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা অতিমারির জন্য পিছিয়ে গিয়েছে প্রায় তিনমাস। মার্চের পরিবর্তে জুনে হবে এবারের উচ্চমাধ্যমিক। মুখ্যমন্ত্রীর আশা আগামী বছর স্বাভাবিক পড়াশোনার ছন্দে ফিরবে পড়ুয়ারা। এনিয়ে রাজ্যের দ্বাদশ শ্রেণির ৯.৫ লাখ ছাত্রছাত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর লেখা চিঠিতে রাজ্যের ওইসব পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়েই কেটে গেল একটা বছর। তবে আশা করছি, নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আমাদের সামনে উপস্থিতি হবে। আশাকরি আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাব। তোমরাও পড়শোনার জগতে ফিরে যাবে। তোমরাই দেশের ভবিষ্যত। খুব ভালো করে পড়াশোনা কর। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে’।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘শুনলে খুশি হবে Tablet PC বা ভালো স্মার্ট ফোন কেনার জন্য রাজ্য সরকার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেবে। আশাকরি আমাদের এই পদক্ষেপে তোমাদের পড়াশোনার অনেকটাই সুবিধে হবে। তোমাদের জীবনে ফিরে আসুক শিক্ষার স্বর্ণযুগ। ভালো থেকো। সুস্থ থেকো’।

আরও পড়ুন- সারদাকাণ্ডে নয়া মোড়! রাজীব কুমারকে হেফাজতে চেয়ে ফের সুপ্রিম কোর্টে CBI