আমতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। জখম বিজেপি (BJP) কর্মীরা।
হাওড়ার (Howrah) আমতা বিধানসভা এলাকার ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। আমতার উত্তর ভাটোরায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলার সময় দলীয় নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ। ঘটনায় ৬ জন বিজেপি কর্মী-সমর্থক জখম হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে।
আহতদের জয়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে উত্তর ভাটোরা গ্রামে বিজেপির দলীয় কর্মসূচি চলছিল। সেই সময় প্রায় ১২ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা চালায়। বিজেপি নেতা কর্মীদের উপরে লাঠি-বাঁশ-লোহার রড দিয়ে হামলা চালানো হয়। আহত হন একাধিক বিজেপি কর্মী। এর মধ্যে জখম এক বিজেপি নেতার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন-অনড় থেকেই বৈঠকে রাজি কৃষকরা






























































































































