নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Indian economist Amartya Sen) হেনস্থা করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবির হেনস্থা করেছে বলে অভিযোগ তুলে তার প্রতিবাদে সভা করতে চলেছেন রাজ্যের বিশিষ্টরা। আগামীকাল রবিবার দুপুরে কলকাতার বাংলা আকাদেমির সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে উপস্থিত থাকছেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, যোগেন চৌধুরি, জয় গোস্বামী সহ বিভিন্ন মহলের আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরা। অমর্ত্য সেন কেন্দ্রের শাসকদলের নীতি সম্পর্কে বহু মন্তব্য করেছেন।
উল্লেখ্য, শান্তিনিকেতনে রয়েছে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’। ওই বাড়িকে ঘিরে শুরু বিতর্ক। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের একাশের দাবি, ওই বাড়ির সংলগ্ন জমির একাংশ তাদের।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী ও আয়ূষ্মান ভারতের পার্থক্য, প্রধানমন্ত্রীকে নিশানা ডেরেকের
 
 
 
 
 
 
 





























































































































