সেনা ছাউনির দেওয়াল ভেঙে মৃত্যু হল দুই জওয়ানের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কাঠুয়া (Kathua, Jammu &Kashmir) জেলার মাছেড্ডিতে। মৃত দুই জওয়ানের নাম সুবেদার এস এন সিং ও সেনানায়েক পারভেজ কুমার। যিনি আহত হয়েছেন, তাঁর নাম সিপাই মঙ্গল সিং।

জানা গেছে, বিল্লাওয়ার পুলিশ স্টেশনের খুব কাছেই অবস্থিত এই সেনা ছাউনিটি (Army Camp)। শুক্রবার রাতে ওই দুই জওয়ান ব্যারাকে দেওয়ালের ধারে কিছু কাজ করছিলেন। ওই সময় আচমকাই ভেঙে পড়ে দেওয়ালটি। গুরুতর আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় এস ডি এইচ বিল্লাওয়ারে। সেখানেই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে আহত সিপাই মঙ্গল সিংকে স্থানান্তরিত করা হয়েছে এম এইচ পাঠানকোটে।




































































































































