কৃষি-শিল্প নিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ লকেটের

0
3

“কৃষি (Agricultural) আমাদের ভিত্তি, শিল্প (Industry) আমাদের ভবিষ‍্যত। এই ভিত্তি ও ভবিষ‍্যতকে তো উনি কবেই ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন। এখন কিসের শিল্প দেখাচ্ছেন?” সিঙ্গুরে শিল্প স্থাপন নিয়ে তৃণমূল নেত্রীকে এইভাবেই কটাক্ষ করলেন সাংসদ লকেট চট্টোপাধ‍্যায় (Locket Chetterjee)।

শুক্রবার সিঙ্গুরের (Singur) বেড়াবেড়ি গ্ৰাম পঞ্চায়েতের মধুসূদনপুরে কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভার্জুয়াল ভাষণ শুনতে গিয়ে একথা বললেন সাংসদ লকেট চট্টোপাধ‍্যায়।