ফের লকডাউন, লন্ডনে আটকে প্রিয়াঙ্কা

0
2

করোনার নতুন স্ট্রেন সম্প্রতি ধরা পড়েছে। তারপর থেকেই ঘুম ছুটেছে ব্রিটেনের । চতুর্থ দফায় সবচেয়ে কঠোরতম লকডাউন আরোপ করেছে বরিস জনসন সরকার। আর এই লকডাউনের জেরে লন্ডনে আটকে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্যাম হিউঘানের সঙ্গে হলিউডের নতুন এক রোমান্টিক ড্রামা ইয়োম ছবির শুটিংয়ে গত নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু ফের লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছে শুটিং। কিন্তু প্রোডাকশন হাউসের কাউকেই মার্কিন মুলুকে ফিরে যাওয়ার ছাড়পত্র দেয়নি ব্রিটেন।
যদিও লন্ডনে স্ত্রী নিন ও মেয়ে নাভেয়ার সঙ্গে বড়দিন কাটানোর জন্য এখন লন্ডনে আছেন আফতাব শিবদাসানি। লন্ডনে স্ত্রী নিন ও মেয়ে নাভেয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।জানা গিয়েছে , আপাতত প্রিয়াঙ্কা সহ গোটা সিনেমার টেকনিশিয়ানদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ডে।
দিন কয়েক আগেই ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতির জন্য তাদের সঙ্গে বিমান পরিষেবা স্থগিত করে দিয়েছে ভারত সহ একাধিক দেশ।
একইভাবে আটকে পড়েছেন আরও এক ব্রিটেনের রাজধানী শহরেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে গত জুলাই থেকেই রয়েছেন সোনম কে আহুজা, ছুটির মরশুম তাদেরও কাটাতে হচ্ছে লকডাউনের আবহের মধ্যেই।