শীতের আবহে ফের রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মাঝরাতে হঠাৎ আগুন লাগে বরানগরের ভরতপল্লির এক প্লাস্টিকের গুদামে। ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। এবং ততক্ষণে কিন্তু গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। প্রাণহানির কোনও খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই আগুন লেগেছে।
আরও পড়ুন-ঝোলায় ঠাসা শীতের কম্বল, বড়দিনের আগে শহরে হাজির স্যান্টা





























































































































