খানাকুলের খাল ধারে উদ্ধার তৃণমূল সমর্থকের দেহ

0
4

খানাকুলের (Khanakul) কিশোরপুরের ইছাপুরে এক বাসিন্দার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুচাঁদ জানা (Suchand Jana)। তাঁর দেহ স্থানীয় কুলাট এলাকার দ্বারকেশ্বর নদের একটি শাখা খালের চরে থাকতে পান স্থানীয়রা। দেহে আঘাতের চিহ্ন আছে। সুচাঁদ তৃণমূল সমর্থক বলে দাবি স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের। ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ।

সুচাঁদ জানার নাবালক পুত্র-কন্যা রয়েছে। বৃহস্পতিবার, (Thursday) সকালে স্থানীয় বাসিন্দারা চাষের কাজ করতে গিয়ে সুচাঁদের দেহ পড়ে থাকতে দেখেন। এলাকায় হাজির হন স্থানীয় কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। যদিও কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।