তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন কোচবিহারে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
1
প্রতীকী ছবি

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে (Toofanganj)। বৃহস্পতিবার ভোরে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সিঙ্গিমারি এলাকায় ওই বৃদ্ধের রক্তাক্ত দেহ মেলে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম খালেক মিয়াঁ, বয়স ৭০। তাঁর দেহের পাশেই রক্তমাখা ছুরি ও একটি বিজেপির পতাকা পড়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় তৃণমূল (TMC)নেতা তথা রামপুর ২ নম্বর অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকারের (Niranjan Sarker) অভিযোগ, স্থানীয় বিজেপির কয়েকজন কর্মী বুধবার (Wednesday)রাতে খালেক মিয়াঁকে(Khalek Mia) গিয়ে একটি বৈঠকে যোগ দিতে ডাকেন। কিন্তু তিনি রাজি হননি বলে পরিবার সূত্রে খবর। তারপরে বৃহস্পতিবার ভোরে রোজকার মতো খালেক মিয়াঁ মাছ ধরতে বের হন। সেই সময়ে বিজেপির (BJP) মদতপুষ্ট দুষ্কৃতীরা খালেক মিয়াঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে বলে অভিযোগ।

তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বদনাম করা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে। তৃণমূলের অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকারের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই বিজেপির ওই ঘটনা ঘটিয়েছে।