পুজারাকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেথানের

0
3

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ( Melbourne boxing day test ) চেতেশ্বর পুজারার (cheteshwar pujara) জন‍্য আলাদা পরিকল্পনা অস্ট্রেলিয়ার( Australia ) বোলার নেথান লায়নের(Nathan lyon)। বুধবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে এমনটাই জানালেন নেথান।

২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সেই ম‍্যাচের পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছে টিম অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে অজি ব্রিগেড। দ্বিতীয় টেস্টেও সেই জয়ের ধারা বজায় রাখতে চায় অস্ট্রেলিয়া। এদিন সাংবাদিক সম্মেলনে নেথান বলেন, “পুজারা বড় ব‍্যাটসম‍্যান। পুজারার মধ‍্যে ম‍্যাচ বের করে নেওয়ার ক্ষমতা আছে। প্রথম টেস্টেও পুজারার জন‍্য আলাদা পরিকল্পনা ছিল। কিছুটা কাজ করেছে কিছু কাজ করেনি। মেলবোর্ন টেস্টেও ওর জন‍্য আলাদা পরিকল্পনা রয়েছে, সঠিক সময়ে সেটা ব‍্যবহার করব।”

প্রথম টেস্টে ভারতের ( India) বিরুদ্ধে দুরন্ত জয় পায় অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট ম‍্যাচেও জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া টিম অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ব্রেকফাস্ট স্পোর্টস